সিদ্দিকুর রহমান নয়ন, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকার: চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ভিশন-১০০ প্রজেক্টের উদ্যোগে দিন এনে দিন খায় এমন পরিবারের মাঝে মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ উপহার সমূহ তৃতীয় ধাপে সম্পূর্ণ করেছে, মানব উন্নয়ন ফাউন্ডেশনের “ভিশন-১০০” প্রজেক্টের সকল সদস্য বৃন্দ।
শাহরাস্তি উপজেলা রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর,নাহারা,ফটিকখিরা,বেরনাইয়া,রঘুরামপুর,শিবপুর,ঘুঘুরচপ,গাবতলী, পরানপুর,প্রসন্নপুর,গ্রামখিলা সহ মুসলিম মানুষদের কাছে ইউনিয়নের বিভিন্ন এলাকার জন সাধারণের মাঝে ঈদের খাদ্য সমূহ,লাচ্ছা সেমাই, প্যাকেট সেমাই, নুডলস, চিনি, প্যাকেট দুধ সহ বিভিন্ন রকম খাদ্য সামগ্রী মানব উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে পৌঁছে দিয়েছে। সে সময় উপস্থিত ছিলেন, মানব উন্নয়ন ফাউন্ডেশনের আহবায়ক ইব্রাহিম খলিল পন্ডিত, যুগ্ন আহবায়ক দুলাল মজুমদার,মামুন মজুমদার, কামাল হোসেন মজুমদার ও ভিশন ১০০ এর সদস্য আবু সাহেদ ও অত্র এলাকার বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষ।
আবু সাহেদ বলেন,মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রজেক্ট (ভিশন ১০০) জন সাধারণের পাশে থেকে যে উজ্বল দৃষ্ঠান্ত স্থাপন করেছে তা অন্যতম। রেমিটেন্স যোদ্ধা মোঃ কামাল মজুমদার বলেন আমরা চাই সমাজের খেঁটে খাওয়া মানুষ যে অার কষ্ট না পায়। দুলাল মজুমদার বলেন, মানব উন্নয়ন ফাউন্ডেশনের আগামী দিনগুলিতে আমাদের এই কার্যক্রম অবহৃত রাখবো। ইব্রাহিম খলিল পন্ডিত বলেন,আমরা শুধু আমাদের সামর্থ্য অনুযায়ী দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে থেকে, কষ্টে জর্জরিত মানুষ গুলির কষ্টের অংশিদার হতে চাই, মানব উন্নয়ন ফাউন্ডেশনের এই নিঃস্বার্থ কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ।আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সমাজের বৃত্তবান লোকদের সহযোগিতা কামনা করি।