মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রশিদ প্রধানের পুত্র মো: নাছির উদ্দিন প্রধান তার প্রয়াত বাবার নামে প্রতিষ্ঠিত আব্দুর রশিদ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে এ উপহার সামগ্রী ও নগদ সহায়তা প্রদান করেন। বীর মুক্তিযুদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন সিকদার অসচ্ছল মুক্তিযুদ্ধাদের মাঝে এসব উপহার তুলে দেন।
ইতিপূর্বে তিনি মহামারী করোনা পরিস্থিতিতে সারাদেশের ন্যায় কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়ন ও অন্যান্য স্থানের কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের লোকজনের মাঝে প্রচারবিহীন নগদ সহায়তা ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন। তিনি জানান, তার পিতা আব্দুর রশিদ প্রধান একজন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা বান্ধব মানুষ ছিলেন। তিনি নিজের ও নিজের পরিবারের চিন্তা না করে কচুয়ার মানুষের জন্য সারা জীবন কাজ করে গেছেন। তার প্রয়াত পিতার পথ অনুসরণ করে তিনি এলাকার মানুষের কল্যানে কাজ করতে চান। এসময় তিনি আরো বলেন, বর্তমানে করোনায় দেশের মানুষ কর্মহীন ও বিপর্যস্ত হয়ে পড়েছে। আসুন আমরা সরকারের পাশাপাশি সামর্থ্যবান লোকজন এলাকার মানুষের পাশে দাঁড়াই।