গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:- চলমান করোনা দুর্যোগে ভাইরাসের সংক্রমণ রোধ ও সামাজিক নিরাপদ দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে ১৯মে সোনাগাজী পৌর এলাকার বিভিন্ন শপিংমল ও দোকানপাট সহ গুরুত্বপূর্ণ স্থানে প্রচার কার্যক্রম পরিচালনা করেন- সোনাগাজী মডেল থানা পুলিশ। করোনার প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা মূলক এই কার্যক্রমে অংশগ্রহণ করে জনগণকে সচেতনতা করেন- সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, বণিক সমিতির সভাপতি নুরনবী বিএসসি, সোনাগাজী মডেল থানা ওসি (তদন্ত) আব্দুর রহিম, পৌর কাউন্সিলর শেখ মামুন সহ বণিক সমিতির নেতৃবৃন্দ। সোনাগাজী মডেল থানা এলাকায় উল্লেখযোগ্য বাজার সমূহে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে বলে জানান- অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম।