সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে অসহায় কর্মহীন ও সিয়াম সাধনার মাস মাহে রমজান উপলক্ষে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য অসহায় নিরবিচ্ছিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন পশ্চিম ছাগলনাইয়ার ইতালী প্রবাসী মানবতার দূত মোঃ জাহাঙ্গীর হোসেন। বুধবার (১৩ মে) রাত ১১ টায় প্রবাসী জাহাঙ্গীর হোসেন’র নিজস্ব অর্থায়নে আত্মমানবতার সংগঠন নামে খ্যাত দুর্নিবার’র সার্ভিক সহযোগিতায় ছাগলনাইয়া পৌর শহরে প্রায় শতাধিক অসহায়, ছিন্নমূল মানুষদের মাঝে রাতের খাবার বিতরন করা হয়। এই বিষয়ে জানতে চাইলে প্রবাসী জাহাঙ্গীর হোসেন দৈনিক বাংলার অধিকার প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাসের কারনে কর্মহীনদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে আরেকদিকে পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। তাই উদ্ভুদ পরিস্থিতে খেটে খাওয়া কর্মহীনদের মাঝে মানবিক দৃষ্টিকোন থেকে সাহায্যর জন্য দুইহাত বাড়িয়ে দিই। তিনি (প্রবাসী জাহাঙ্গীর) আরো বলেন সামাজিক সংগঠন দুর্নিবার’র সার্ভিক সহযোগিতায় অসহায়দের পাশে থেকে একবেলা খাবার তুলে দিই। তার মধ্য আছে ভাত, মুরগীর মাংস, সবজি ও মশুরের ডাল। তিনি আরো জানান, এই ভাবে যেন অসহায় মানুষদের পাশে থেকে সেবা করে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। খাবার বিতরনে এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, জেলা ছাত্রলীগ’র ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান রনি সহ আরো অনেকে।