মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের আতঙ্ক, বৈশ্বিক মহামারি আর মৃত্যুর মিছিল যাকে আটকাতে পারেনি। করোনার দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় হোটেল শ্রমিক ৷ এতে সংসার পরিজন এবং পৃথিবীর সমস্ত মায়া ছিন্নকরে বেছে নিলেন আত্মহত্যার পথ।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, ১৩ মে বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নের বিষ্ণুপুর টেমাপাড়া গ্রামের দারাব উদ্দীন পানোয়ারের ছেলে হোটেল শ্রমিক পশরি উদ্দীন ওরফে কেনকেনু (৪৫)। সে বুধবার ভোররাতে পরিবারের ও প্রতিবেশির চোখ আড়াল করে গ্রামের অদুরে বোরো ধানক্ষেতের বিলের মাঝখানে একটি আম গাছের ডালে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছে।
পরে সকাল ১০টারদিকে এলাকার লোকজন পশরি উদ্দীন ওরফে কেনকেনুর ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার তদন্তশেষে সদর থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেন। ওই দিনেই ময়না তদন্তশেষে রাত সাড়ে ৯ টায় বিষ্ণুপুর টেমাপাড়া গ্রামে পশরি উদ্দীন ওরফে কেনকেনুর দাফন কাজ সম্পন্ন হয়।