মোঃ ইমান হোসাইন
চাঁদপুর প্রতিনিধিঃ
কোভিড-১৯ করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়েছে উঠেছে জনজীবন।একযোগে সারা পৃথিবীর সকল দেশে চালিয়ে যাচ্ছে তার ভয়ংকর তান্ডব। বিশ্বজুড়ে প্রায় ৪০ লক্ষাধীক মানুষকে আক্রমণ ও প্রায় ২.৫ লক্ষাধীক মানুষের প্রান কেড়ে নিয়েও যেন মিটেনা তার ক্ষুধা।প্রতিদিন যোগ হচ্ছে হাজার হাজার আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর শেষ কবে বা কোথায় তা এ মূহুর্তে আল্লাহই ভালো জানেন। এই তালিকা থেকে বাদ নেই বাংলাদেশের নাম।হু হু করে বেড়েই চলেছে এ দেশে তার তান্ডব। বাংলাদেশ সরকার তার সম্ভাব্য সকল চেষ্টাই করে যাচ্ছেন দেশ ও জনগনকে এ তান্ডব লীলা থেকে রক্ষা করতে। সর্বশেষ রমজানের মুসলমানদের পবিত্র আমলের কথা চিন্তা করে মসজিদ এবং ঈদের কেনাকাটার কথা বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে দেশের বিপনি বিতানগুলো বিভিন্ন সর্ত সাপেক্ষে খোলার নির্দেশনা দিলেও পরবর্তীতে মাঠ পর্যায়ের জনগনের অসচেতনভাবে ও স্বাস্থ্য বিধি না মেনে চলাচল এবং করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় দোকান ও ব্যবসায়ী নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে দেশের অনেক যায়গায় পুনরায় দোকান, মার্কেট বন্ধ ঘোষণা করতেছেন।ইতিমধ্যে ব্যবসায়ী নেতাদের সহিত পরামর্শক্রমে করে ঢাকা সহ দেশের অনেক দোকান, মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয় চাঁদপুর জেলার মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল দোকান, মার্কেট বন্ধ ঘোষণা করেছেন।তিনি গত ৯/৫/২০ইং তারিখ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করেন যা ১০/৫/২০ই তারিখ সকাল ৬ ঘটিকা হইতে কার্যকর হইবে।এই নির্দেশনা অমান্য কারীকে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ শাস্তির আওতায় আনা হবে।তিনি করোনা আক্রান্ত রোধে সর্বসাধারণকে এ নির্দেশনা যথাযথ ভাবে পালন করার জন্য অনুরোধ করেন।