নতুন শনাক্ত ৬৮৮ জনসহ দেশে প্রথমবারের মতো আক্রান্ত ছাড়াল ১০ হাজার। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূবরণ করেছেন ৫ জন। এনিয়ে মোট ১৮২ জন মৃত্যুবরণ করলেন।
নতুন করে ৬৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জন।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২৬০ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরও ৬৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় জানানো হয়, নতুন করে আরও সুস্থ হয়েছেন ১৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১২১০ জনে।
প্রসঙ্গত, দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।