সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের কওমী মাদ্রাসার এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিশেষ বরাদ্দের ৯ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
রোববার সদর উপজেলার ২৪টি মাদ্রাসার সুপারদের হাতে মাদ্রাসার শিক্ষার্থীদের এই অনুদানের হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিকগন প্রমূখ।