করোনার শিক্ষা – দৈনিক বাংলার অধিকার
শাহ্ এনামুল হক কমল
করোনা শিখিয়ে যাচ্ছে, রাত দুটোয় ঘুম হারাম করে লক্ষ টাকা হাতিয়ে নেয়া তথাকথিত হুজুরের চেয়ে মসজিদের ঈমাম মোয়াজ্জিন ই উত্তম।
করোনা শিখিয়ে যাচ্ছে, ঘরের মানুষের চেয়ে বেশী নিরাপদ কেউ নেই।
করোনা শিখিয়ে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গই নয়,জীবন রক্ষার হাতিয়ার ও বটে।
করোনা শিখিয়ে যাচ্ছে,পৃথিবীতে তুমি ই শ্রেষ্ঠ নও।
করোনা শিখিয়ে যাচ্ছে, এবার তোমরা মানুষ হও।
করোনা শিখিয়ে যাচ্ছে,অস্তিত্বহীন অদৃশ্য ভাইরাস থাকতে পারলে অদৃশ্য অস্তিতের অধিকারী স্রষ্টা ও আছেন।
করোনা শিখিয়ে যাচ্ছে,ক্ষমতা,টাকা থাকলেই দাপট দেখিয়ে রাস্তায় হাটা যায়না।
করোনা শিখিয়ে যাচ্ছে, জন্মগত চোর কখনোই মানুষ হয়না।
করোনা শিখিয়ে যাচ্ছে, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা।
করোনা শিখিয়ে যাচ্ছে, ক্ষমতার বাহিরে কথা কম বলা।
করোনা ও একদিন ক্লান্ত হবে,ক্ষান্ত হবে নিশ্চই,
করোনা থেকে শিক্ষা নিয়ে এবার যদি আমরা মানুষ হই।
লেখক পরিচিতিঃ
শাহ্ এনামুল হক কমল
শ্রীপুর, শাহরাস্তি,চাঁদপুর।
01716475148