আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ পবা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মোঃ গোলাম মোস্তফা এর সরকারী মোবাইল নাম্বারে অপরিচিত নাম্বার হতে এক অসহায় বিধবা মহিলা করোনা প্রেক্ষাপটে খাদ্য-সামগ্রী সহযোগিতার জন্য মেসেজ করেন। উক্ত মেসেজ প্রাপ্তির সাথে সাথেই অফিসার ইনচার্জ জনাব শেখ মোঃ গোলাম মোস্তফা ঐ মহিলার সাথে যোগাযোগ করে তার ০২ সন্তানকে খাদ্য সামগ্রী প্রদান করেন। তার সন্তানদের মধ্যে একজন প্রতিবন্ধি এবং ব্লাড ক্যান্সারে আক্রান্ত মর্মে ঐ মহিলা জানান। মহিলার নাম- রুবিনা খাতুন, সাং-মধুসুদনপুর, থানা-পবা, মহানগর রাজশাহী।রুবিন বলেন এমন ওসি প্রতিটি থানায় থাকলে অসহায় মানুষ উপকৃত হতো।