আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর ভদ্রায় রাজশাহীতে পুলিশের হাতে ট্রাক ভর্তি চালের মাঝে হিরোইন উদ্ধার, আটক-৩ রাজশাহী মহানগরীর ভদ্রায় ট্রাকবোঝাই চালের বস্তায় হেরোইনসহ ৩ যুবককে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ । আটকরা হলো, গোদাগাড়ি কোড়াল বাড়িয়া এলাকার হাসিবুল ইসলামের ছেলে শাহীন আলম ওরফে বেলাল (২৭), অপর দুই জন হলো, দক্ষিন বালিয়া কাশিয়াডাংগা রাব্বিলের ছেলে রবিন (২৩) ও একই এলাকার আলমের ছেলে বিশাল (২৫) ।
নীল রংগের পিক আপ গাড়িতে ৫০ কেজি ওজনের ৩০ বস্তা চাল পাওয়া গেছে । সেই পিক আপের মধ্যে ১০ কেজি চালের একটি পাটের ব্যাগে মধ্যে তল্লাশি চালালে ৬ টি হিরোইনের প্যাকেট পাওয়া যায়। ৬ টি প্যাকেটের ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করেন পুলিশ, যাহার আনুমানিক মুল্য ৫০ লক্ষ টাকা ।
নগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীর বিষয়টি নিশ্চিত বলেন ওই ট্রাকের অন্যান্য চালের বস্তাগুলো তল্লাশি করা হয়েছে । আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা করে আসামীদের জেল হাসতে পাঠানো হয়েছে ।
তিনি আরো জানান, লকডাউন এর মধ্যেও সোমবার রাত সাড়ে ন টার দিকে ভদ্রা হয়ে চালভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিল ও তার সহযোগীদের গাড়িটি দেখে সন্দেহ হলে তারা গাড়িটির পথ রোধ করে ও পাশে থাকা তালাইমারি ফাঁড়ির পুলিশ সদস্যদের খবর দেয়।
স্থানীয়রা প্রথমে ধারণা করে চালগুলো ত্রাণের। এগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়দের জেরায় ট্রাকে থাকা তিনজন কোন সদউত্তর দিতে পারেনি।
পুলিশ জানায় এরপর চালভর্তি ট্রাক তালাইমারী ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানে বস্তাগুলো চেক করতেই বস্তার পাশের একটি পাটের ব্যাগে ১০ কেজি চাল দেখতে পাওয়া যায়, সেই ব্যাগে হাত দিলেই বেরিয়ে আসে ৬ টি হিরোইনের প্যাকেট ।
পরবর্তীতে তালাইমারি ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় বোয়ালিয়া জোনের এসি ও চন্দ্রিমা থানার ওসি ।
হেরোইনসহ চালগুলো গোদাগাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
সুত্রঃ ভোরের আভা ডটকম চালের বস্তায় হেরোইনসহ ৩ যুবককে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ । আটকরা হলো, গোদাগাড়ি কোড়াল বাড়িয়া এলাকার হাসিবুল ইসলামের ছেলে শাহীন আলম ওরফে বেলাল (২৭), অপর দুই জন হলো, দক্ষিন বালিয়া কাশিয়াডাংগা রাব্বিলের ছেলে রবিন (২৩) ও একই এলাকার আলমের ছেলে বিশাল (২৫) ।
নীল রংগের পিক আপ গাড়িতে ৫০ কেজি ওজনের ৩০ বস্তা চাল পাওয়া গেছে । সেই পিক আপের মধ্যে ১০ কেজি চালের একটি পাটের ব্যাগে মধ্যে তল্লাশি চালালে ৬ টি হিরোইনের প্যাকেট পাওয়া যায়। ৬ টি প্যাকেটের ৫০০ গ্রাম হিরোইন উদ্ধার করেন পুলিশ, যাহার আনুমানিক মুল্য ৫০ লক্ষ টাকা ।
নগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীর বিষয়টি নিশ্চিত বলেন ওই ট্রাকের অন্যান্য চালের বস্তাগুলো তল্লাশি করা হয়েছে । আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা করে আসামীদের জেল হাসতে পাঠানো হয়েছে ।
তিনি আরো জানান, লকডাউন এর মধ্যেও সোমবার রাত সাড়ে ন টার দিকে ভদ্রা হয়ে চালভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিল ও তার সহযোগীদের গাড়িটি দেখে সন্দেহ হলে তারা গাড়িটির পথ রোধ করে ও পাশে থাকা তালাইমারি ফাঁড়ির পুলিশ সদস্যদের খবর দেয়।
স্থানীয়রা প্রথমে ধারণা করে চালগুলো ত্রাণের। এগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়দের জেরায় ট্রাকে থাকা তিনজন কোন সদউত্তর দিতে পারেনি।
পুলিশ জানায় এরপর চালভর্তি ট্রাক তালাইমারী ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানে বস্তাগুলো চেক করতেই বস্তার পাশের একটি পাটের ব্যাগে ১০ কেজি চাল দেখতে পাওয়া যায়, সেই ব্যাগে হাত দিলেই বেরিয়ে আসে ৬ টি হিরোইনের প্যাকেট ।
পরবর্তীতে তালাইমারি ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় বোয়ালিয়া জোনের এসি ও চন্দ্রিমা থানার ওসি ।
হেরোইনসহ চালগুলো গোদাগাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।