গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
সোনাগাজী উপজেলাধীন নবাবপুর ইউনিয়নে, স্থানীয় দানশীলদের অর্থায়নে, নবাবপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায়, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে খেটে খাওয়া দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন- সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “বন্দর মার্কেট যুব সংঘ”
বন্দর মার্কেট যুব সংঘের সভাপতি মহিন উদ্দিন মহিন জানান- নবাবপুর ইউনিয়নের দানশীলদের অর্থায়নে বন্দর মার্কেট যুব সংঘ এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এই পরিস্থিতি স্বাভাবিক নাহওয়া পর্যন্ত বিত্তবানদের সহযোগিতায় বন্দর মার্কেট যুব সংঘ অসহায় মানুষজনের পাশে থেকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে।
মহিম আরো জানান- আমরা ১০ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি ছোলার ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবন সহ মোট ৭টি আইটেম ৭০০ টি প্যাকেট ত্রাণ সহায়তা, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বিতরণ করছি।
৩০শে মার্চ সোমবার দিনব্যাপী ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন- বন্দর মার্কেট যুব সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর আলম সম্রাট, শামসুল আরেফীন কালা, মোঃ এছহাক, মোঃ সাইফুল, ড্রীম মিডিয়া ডিজিটাল ক্লাবের সভাপতি নুর ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, ইউপি সদস্য আকবর হোসেন বাসু, মাহবুবুল হক মিন্টু, মোঃ সেলিম, মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজনীন আক্তার সপ্না।
আরো উপস্থিত ছিলেন- নবাবপুর রয়্যাল ইনস্টিটিউট শিক্ষক শরীফুল ইসলাম টিপু, সমাজ সেবক মোঃ শহীদুল ইসলাম, বন্দরমার্কেট যুবসংঘের সদস্য ইসমাইল, সাদ্দাম, রিয়াদ, রুবেল, জহির, নির্জন, রাজু, মুন্না ও নিশান সহ সংগঠনের সদস্য বৃন্দ।