গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:-
করোনা পরিস্থিতিতে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির’ বলেন- ইনশাআল্লাহ আমিরাবাদ ইউনিয়নে কোন মানুষ না খেয়ে মরবেনা। যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
২৯শে মার্চ রবিবার দুপুরে নিজ অর্থায়নে- ইউনিয়নের অসচ্ছল একশত পরিবারকে, ৫ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তৈল সহ (মোট ১০কেজির প্যাকেজ) বাড়ীতে বাড়ীতে পৌঁছে দেন- চেয়ারম্যান জহিরুল আলম জহির।
চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান- এভাবে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন আমিরাবাদ ইউনিয়ন পরিষদ অথবা আমার ব্যাক্তিগত অর্থায়নে, হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। আমার ইউনিয়নে যারা খাদ্য সংকটে পড়বেন তারা ইউপি সদস্যদের মাধ্যমে অথবা সরাসরি আমার নাম্বার – 01736737874. যোগাযোগ করার অনুরোধ করছি।
চেয়ারম্যান জহিরুল আলম জহির আরো বলেন- সরকারের পাশাপাশি এলাকার সামর্থবান সকলকে নিম্ম আয়ের এইসব মানুষকে খাদ্য সহ সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাই।
খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন- আমিরাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব গেদুমিয়া ভূঞা, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল বারেক আরুমিয়া, ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীম, ওহিদ হোসেন, নিজাম উদ্দিন, ইউপি সচিব আবদুল হালিম, যুবলীগ নেতা আইয়ুব নবী ফরহাদ, এনামুল হক, ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন খন্দকার, জিয়াউদ্দিন পামেল প্রমূখ।