সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া জমদ্দার বাজার’র কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাস অজুহাত দেখিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে বলে ক্রেতা বিক্রেতার কাছে গুজব ছড়িয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। বাজার ঘুরে দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিষ প্রতি কেজিতে ৫০-৬০ টাকা বাড়িয়ে ক্রেতাদের সাথে প্রতারনা করে আসছে! চাউলের বাজার ঘুরে দেখাযায় ২৫ কেজি চাউলের বস্তার মধ্যে ৪০০ থেকে ৫০০ টাকা অধিক মুল্য বিক্রি করা হচ্ছে। অসাধু ব্যবসায়ী যারা করোনা ভাইরাস অজুহাতে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষদের জিম্মি করে অপচেষ্টা চালাচ্ছে তারই ধারাবাহিকতা ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম. মোস্তফা ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন’র নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দপুর ১ টায় বাজার মনিটরিং করেছে।
বাজার মনিটরিং করার প্রাক্কালে পৌর মেয়র এম. মোস্তফা ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ যৌথভাবে ব্যবসায়ীদের উদ্দ্যেশে বলেন, যারা করোনা ভাইরাসের অজুহাতে অতিরিক্ত দামে পন্য বিক্রি করে সংকট তৈরি করছে ও অধিক মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে, এই ব্যপারে কাউকে ছাড় দেওয়া হবেনা। উপস্থিত ক্রেতাদের উদ্দ্যেশে যৌথভাবে আরো বলেন, সারাদেশে প্রচুর পরিমানে খাদ্যদ্রব্য মজুদ আছে, আপনারা সঠিক মুল্য দিয়ে ক্রয় করবেন, যদি কোন অসাধু ব্যবসায়ী তালিকা মুল্যর বাহিরে দাবি করে তাহলে তাৎক্ষনিক উপজেলা প্রসাশন, থানা প্রশাসন ও পৌর প্রসাশনকে অবহিত করুন। বাজার মনিটরিং এ এতে আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ সদস্য, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, সাইফুল ইসলাম স্বপন, জাহাঙ্গীর আলম সহ পৌর কর্মকর্তা কর্মচারিবৃন্দ।