মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও সাদা মনের মানুষ আলহাজ্ব এম.এ রশিদ প্রধানের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার মরহুমের প্রতিষ্ঠিত আলিম মাদ্রাসা ও পরিবারের আয়োজনে কবর জিয়ারত,মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম মজুমদারের পরিচালনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, মরহুমের জৈষ্ঠ সন্তান, শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার প্রমুখ। আলোচনা সভায় কচুয়ার আলোকিত সাদা মনের মানুষ এম.এ রশিদ প্রধানকে দ্রæত মুক্তিযোদ্ধা হিসেবে সন্মাননা স্বীকৃতি দেয়ার জন্য উচ্চ মহলের প্রতি জোর দাবি জানান। এসময় স্মৃতিচারন মূলক বক্তব্য রাখতে গিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া বলেন, বিশিষ্ট ঠিকাদার প্রয়াত এম.এ রশিদ ভাইয়ের অনুপ্রেরনায় ও সহযোগিতা ভারতে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষন নিয়েছি। তিনি আমাদের মুক্তিযোদ্ধাদের তৎকালীন সময়ে অর্থ ও বিভিন্ন ভাবে সহযোগিতা করে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন। কিন্তু দু:খজনক হলেও তার নামটি প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকায় নেই। তবে আশাকরি কম সময়ের মধ্যে প্রয়াত এম.এ রশিদ প্রধানের নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় অর্ন্তভ‚ক্ত হবে।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা,ইঞ্জি. এ.কে.এম আব্দুল মোতালেব, আমেরিকান প্রবাসী ও প্রবীন মুক্তিযোদ্ধা মো: হেদায়েত উল্যাহ, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর,সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী জিসান আহমেদ পাটওয়ারী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আফাজ উদ্দিন মানিক,আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুমন সিকদার,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন,সাধারন সম্পাদক সুমন মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মরুহমের কনিষ্ঠ সন্তান মো: আলাউদ্দিন প্রধান।