আকাশ সরকার রাজশাহী ব্যুরো:
সভায় সভাপতিত্ব করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই একনেক সভায় ৮টি প্রকল্পের মধ্যে রাজশাহী জেলার চারঘাট- বাঘা উপজেলার নদী ভাঙনের হাত থেকে নদীর তীর সংরক্ষণ কাজের জন্য নতুন প্রকল্প ৭২২.২৪ কোটি টাকা অাজ বরাদ্দ দেয়। এই প্রকল্পটির উদ্যোগ গ্রহনের জন্য রাজশাহীর বহুল আলোচিত সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গত ২০১২ সাল থেকে সরকারের কাছে দাবি জানিয়ে অাসছিল সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১২/১১/২০১৯ইং তারিখে এই প্রকল্প গুলো বাস্তবায়নের জন্য নগরীতে বিক্ষোভ মিছিল এবং পাউবো রাজশাহীর প্রধান প্রকৌশলী দপ্তরে ঘেরাও এবং অবস্থান কর্মসূচী পালন করেন। অাজ মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী অঞ্চলের মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে একনেক এ প্রকল্প পাশ করায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়। অার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের বিভিন্ন কর্মসূচীতে যারা অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও অান্তরিক কৃতজ্ঞতা জানায়।