সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বীগুন সীমান্তে দুই বাংলার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বোরবার( ২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাদ্বীগুন ও ভারতের অভ্যন্তরে জলঘড় সীমান্তে অবস্থিত তেধারা নামক একটি মাজারকে কেন্দ্র করে বসে এই মিলন মেলা।
প্রতি বছর সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত চলে এই মেলা।বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এই মেলার আয়োজন করা হয়।
স্থানীয়রা বলেন, প্রতিবছর এখানে একদিনের জন্য এই মেলা বসে। এবারও আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ স্থানীয় আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নেই । বাংলাদেশ ও ভারতীয় বাসিন্দাদের মধ্যে কিছু সময় কথা বলার সুযোগ করে দেয় সীমান্তরক্ষী বাহিনীরা । দুই দেশে বসবাসরত আত্মীয়-স্বজনরা নাড়ির টানে দুই বাংলার বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন ।
আয়োজকরা জানান, দুই দেশের আত্মীয়স্বজনদের মাঝে সুসর্ম্পক বজায় এবং সম্প্রীতি বাড়াতে এই মিলন মেলার আয়োজন করা হয় ।