যীশু সেন
দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি, সচিবালয় সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি বরেণ্য সাংবাদিক শ্যামল সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের কর্মকর্তাবৃন্দ।
গত ২৪ শে জানুয়ারি শুক্রবার আন্দরকিল্লা পুরাতন টি এণ্ড টি রোডস্থ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন প্রকৌশলী সুমন সেন। সংবর্ধিত ব্যক্তিত্বের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা আর ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ । সংগঠনের সভাপতি ব্যাংকার দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা.অঞ্জন কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টাএড. তপন কান্তি দাশ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগীশিক উপদেষ্টা আয়কর আইনজীবী দিলীপ ভট্টাচার্য, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, পৃষ্ঠপোষক লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, তপন কান্তি ধর। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ঝুন্টু কুমার চৌধুরী, সহ-সভাপতি ডা. কথক দাশ, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন সেন, সাংগঠনিক সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত, সহ-সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৈলাশ বিহারী সেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সমীরণ সেন, অর্থ সম্পাদক রাসু কান্তি বিশ্বাস, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চন্দন দেবনাথ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পার্থ সারথী আইচ, আজীবন সদস্য রুবেল বণিক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংসদের প্রধান পৃষ্ঠপোষক বিপ্লব চৌধুরী, সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, সাধারণ সম্পাদক রূপক শীল, রূপন মহাজন, সঞ্জয় চৌধুরী, প্রিয় দর্শন পার্থ (মিশন), শিমুল দাশ প্রমূখ।
সংবর্ধিত ব্যক্তিত্ব সাংবাদিক শ্যামল সরকার তার বক্তৃতায় বলেন আপনারা আমাকে যেভাবে সম্মান দেখালেন তা সারাজীবন মনে থাকবে। আমার মাতা- পিতা ও গুরুজনের আশীর্বাদে এই অবস্থানে এসেছে। মানুষের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই এবং বাগীশিক এর সকল কর্মকাণ্ডে আমি আছি থাকবো একথা আপনাদের দিয়ে যাচ্ছে।