ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার ইরাকি মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালায় ইরান। সে হামলার পর ‘গুরুত্বপূর্ণ’ ভাষণ দেবেন বলে ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সকালে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট তার ঘোষণায় ইরানের প্রতিশোধমূলক কঠোর হামলাকে অতি সাধারণ ব্যাপার বলে তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন, ইরানের হামলায় কোনো মার্কিন বা ইরাকি সেনা হতাহত হয়নি এবং মার্কিন ঘাঁটিরও খুব সামান্যই ক্ষতি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যথাসময়ে সতর্ক সংকেত বেজে ওঠার কারণে মার্কিন ঘাঁটিগুলোর সেনারা বাংকারে আশ্রয়ে নেওয়ায় তাদের কোনো ক্ষতি হয়নি।
‘ তবে ইরানের দাবি, ওই হামলার ৮০ মার্কিন সৈন্য নিহত হয়েছে।