সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়ন’র ২ নং ওয়ার্ড এলনাপাথর নামক স্থানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আশরাফুল হোসেন রাকিব (১৩) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রবিবার (৫ জানুয়ারি) এলনাপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র মাঠে বিকাল সাড়ে ৪ টায় মহামায়া ইউনিয়ন’র ২ নং ওয়ার্ড ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে লোকমান হোসেন’র পুত্র রিয়াজ উদ্দিন অপু (১২) ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আগাত করে উক্ত ওয়ার্ডের ওমান প্রবাসী নুরুল আলম’র পুত্র আশরাফুল হোসেন রাকিব (১৩) কে। আগাত প্রাপ্ত রাকিবকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল ৫ টায় নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করে, অবস্থার অবনতি দেখে ফেনী সদর হাসপাতাল কর্তৃপক্ষ চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করলে রাত ১১ টায় রাকিব মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে পরিবার, প্রতিবেশিদের কান্নায় আকাশ বাতাস ভারি হতে থাকে। তথ্য সুত্রে জানা যায় ওমান প্রবাসী নুরুল আলম দেশে ফিরলে নিহতের জানাযা অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে সমাধি করা হবে।
ঘটনাস্থলে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন পরিদর্শন করেন ও রাতেই আসামী রিয়াজ উদ্দিন অপুকে আটক করার সত্যতা নিশ্চিত করেন।
মামলার ব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ দৈনিক বাংলার অধিকার প্রতিনিধিকে জানান, এখনো পর্যন্ত কোন মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।