নিজস্ব প্রতিবেদক ,
সে কোন প্রতিষ্ঠান জন্য স্ট্যাটেজিক প্ল্যানিং অথচ গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। এটি একটি অর্গানাইজেশনের কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা ঠিক করে দেয়। এটির আলোকেই সে কোন সংস্থার সকল কর্মকান্ড, বাজেট, জনবল এবং অন্যান্য সিদ্ধান্ত গৃহীত এবং বাস্তবায়িত হয়।
এই লক্ষ্যেই বাংলাদেশ পুলিশের স্ট্র্যাটেজিক প্ল্যান এর টার্গেট সমূহ অর্জনের লক্ষ্যে চাঁদপুর জেলার অপারেশনাল প্লেনের তৈরির উপরে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই ভাবেই ৬৪ জেলা, মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য সকল ইউনিট স্ব স্ব অধিক্ষেত্রে অপারেশনাল প্ল্যান প্রস্তুত করবে যার উপর ভিত্তি করে বাংলাদেশ পুলিশ পুরো দেশের জন্য একটি স্ট্র্যাটেজিক প্ল্যান বানাবে।
স্ট্র্যাটেজিক প্লানের উদ্দেশ্য হচ্ছে বিদ্যমান জনবল লজিস্টিকস এবং বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ের সকল ধরনের পুলিশিং কার্যক্রম স্ট্র্যাটিজিক প্ল্যানের সাথে একিভুত পথে পরিচালিত হওয়া।
এই লক্ষ্যে আজ চাঁদপুর জেলার পুলিশ সুপারের কার্যালয় অর্ধ দিবস ব্যাপী কর্মশালা আয়োজন করা হয় যেখানে সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ ইউনিটের ইনচার্জগন উপস্থিত ছিলেন এবং হাতে-কলমে স্ট্র্যাটেজিক প্লানিং এর উপরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।