মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি)আজ শনিবার বিকেলে নীলফামারী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন,“প্রধানমন্ত্রী একটি বিশেষ বার্তা দিয়েছেন, যাতে একটি মানুষও শীতে কষ্ট না পায়। শীত মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী সদা জাগ্রত আছেন”।
এরপর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে “জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি”র সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। সেখানে সংরক্ষিত সংসদ সদস্য রাবেয়া আলীম, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে রাতে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে ৫৫০ টি কম্বল, ৬০ প্যাকেট শুকনা খাবার, ৩০ প্যাকেট শিশু খাদ্য ও ১৯৯ পিছ শিশু পোষাক বিতরণ করেন মন্ত্রী।