ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফেসবুক ব্যবহারকারিদের এক মতবিনিময় সভা শুক্রবার ৩ জানুয়ারি বিকাল তিনটায় নান্দাইল পুরান বাজার নরসুন্দা প্লাজায় এইচএম মিজান তালুকদার হারুনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জ্যেষ্ট সাংবাদিক,অনলাইন অ্যাক্টিভিষ্ট লেখক গবেষক মোহাম্মদ ফজলুল হক ভুঁইয়া বিশেষ অতিথি ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অনলাইন অ্যাক্টিভিষ্ট প্রভাষক মাহবুবুর রহমান বাবুল ও সাংবাদিক বিল্লাল হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ফেসবুক ব্যবহার কারিরা একমত পোষন করে যে, নাগরিকদের মতামত প্রতিফলন ও স্বার্থ তুলে ধরার জন্য নান্দাইল উপজেলায় অ্যাক্টিভ (ফেক আইডি নয়) ফেসবুক ব্যবহারকারিদের একটি সংগঠন, গঠন করা
একান্ত প্রয়োজন। উপস্থিতীদের মতামতে ভিত্তিতে নান্দাইল উপজেলা “সিটিজেন জার্ণালিষ্ট ক্লাব’ নামে সংগঠন গঠন করা হয়।
সংগঠনের আগামী দুই বছরের জন্য একটি পুর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন এইচএম মিজান তালুকদার হারুন, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি মোঃ আব্বাস অালী ফিপুল,সাধারন সম্পাদক অ্যাক্টিভিষ্ট ফরিদ মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ রাসেল মিয়া,যুগ্ম সম্পাদক সুমন আহম্মদ,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির,তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু রায়হান,কোষাধ্যক্ষ আলআমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক
রফিকুল ইসলাম, অাপ্যায়ন ও অনুষ্টান বাস্তবায়ন সম্পাদক নজরুল ইসলামসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কার্যকরি কমিটি আগামী তিন মাসের মধ্যে সংগঠনের একটি গঠতন্ত্র প্রণয়ন ও পরবর্তীতে একটি উপদেষ্টা প্যানেল ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।