সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ছাগলনাইয়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে ছাগলনাইয়া শহীদ মিনার প্রাঙ্গঁনে সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। সাবেক ছাত্র নেতা এ্যাডভোকেট সাইফ উদ্দিন শাহীন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক শিরীনা আখতার এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর জেলা সভাপতি কাজী আবদুল বারি, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান। উপজেলা জসদ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সহ প্রমুখ।
উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বাংলার নারী জাগরণের পথিকৃৎ মহিয়সী বেগম রোকেয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহব্বান জানান। আলোচনা সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারী নির্যাতন বিরোধী নাটক “প্রতিবাদ” প্রদর্শন করা হয়।