নিউজ ডেক্স, দৈনিক বাংলার অধিকারঃ আহমেদাবাদ: অসময়ে বৃষ্টি আসতে পারে, তেমনটাই পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন। সাইক্লোন ‘পবনে’র উপস্থিতির জন্যই শনিবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
ইন্ডিয়া মিটিয়োরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম আরব সাগরের উপর আফ্রিকান উপকূলে সাইক্লোন পবনের উপস্থিতির জন্যই বৃষ্টি আসবে। সেই সঙ্গে মৎস্যজীবীদের আগামী দু’দিন সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণ গুজরাতের কয়েকটি বন্দরে দূর থেকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বোটের মালিকদের উপর সমুদ্রের পরিস্থিততিতে নজর রাখতে বলা হয়েছে।
একটি বিবৃতিতে হাওয়া অফিস জানিয়েছে, “সৌরাষ্ট্র এবং কচ্ছ জেলার বিক্ষিপ্ত জায়গায় শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে”। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গুজরাতের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।
বিবৃতি অনুযায়ী, আগামি ২৪ ঘণ্টায় আরও দক্ষিণ-পশ্চিমে যাবে সাইক্লোন পবন। সোমালিয়া উপকূলে নিম্নচাপ হিসেবেই এগিয়ে যাবে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, নিম্নচাপের জন্য আগামী কিছুদিন খারাপ আবহাওয়া থাকবে।