সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি:
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রপাপ্ত) আব্দুর রহমান প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম , উপজেলা মহিলা বিষয়ক অফিসার, মো: সুলতান মাহমুদ, ডাসকো ফাউন্ডেশন ফির প্রোজেক্ট, রাজশাহী এর সাপাহার ও পোরশা উপজেলার সমন্বয়কারি, মো: ইনজামামুল হক (জিম) সাংবাদিক হাফিজুল হক, সোহেল চৌধুরী সহ কমিউনিটি হেলথ প্রোপাইটর সদস্যবৃন্দ প্রমূখ।
সভায় এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। আগামী ৭-১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়।
এ উপলক্ষে ব্যাপক প্রচারের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বক্তারা।