সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নে বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য তথ্য গোপন করে জন্ম নিবন্ধন তৈরী করার সময় ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন চৌধুরী বাদশা কর্তৃক কার্তিক আচার্য (২৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত কার্তিক ভারতের ত্রিপুরার সাব্রুমের মনুভংকুল শান্তিপল্লীর মতিলাল আচার্যের ছেলে বলে জানায়।
ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা জানান, বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কার্তিক ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের করতে আসে। তার কথাবার্তায় সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র দেখাতে বলি। কিন্তু জিজ্ঞাবাদের এক পর্যায়ে কথাবার্তা সন্দেহ হলে একটু চাপ সৃষ্টি করি। এক পর্যায়ে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। ছাগলনাইয়া পৌর শহরে একটি ভাড়া বাসায় থাকতো এবং ওই বাসার মালিকের সিএনজি চালাতো বলে জানায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দিই।
পুলিশ জানায়, আটককৃত কার্তিক পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোডের ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতো এবং একই বাড়ির ভাড়াটিয়া বিপ্লব দাসের সিএনজি চালাতো। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।