স্বপন কুমার রায় খুলনা ব্যুরো দৈনিক বাংলার অধিকারঃ
দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়ানের চড়া নদীর তীরে শিশির গাইন এর মোড় হতে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় অভিমুখে ১ কিঃমিঃ কেয়ারের রাস্তা বর্ষা হতে না হতেই হাটু কাদা স্কুল শিক্ষাথী শিক্ষক মন্ডলি তথা এলাকাবাসির চলাচলে ভোগান্তির চরমে।
সংশ্লিষ্ঠ এলাকা সূত্রে জানা যায় দীর্ঘ দিনে এই রাস্তাটি বেহালদশায় থাকায় আজ বৃহঃপতি বার সকালে শিক্ষাথীদের নিয়ে শিক্ষক মন্ডলি তথা এলাকাবাসি মানববন্ধনে অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার মন্ডল এলাকার সুধী গুনি জনেরা। অতি দ্রত রাস্তা সংস্কারের সুব্যাবস্থা করা না হলে অবশ্যই উদ্ধতন কতৃপর্ক্ষের সহযোগিতা নেওয়া হবে বলে বক্তারা উল্লেখ করেন।
বর্তমান এই রাস্তাটি দিয়ে গাজী ফিস্ কালচার লিমিটেড এর শতশত কর্মী কৈলাশগঞ্জ তহশিল অফিসে প্রতিনিয়ত এই এলাকার মানুষ সংযোগ রাখে যেখানে কোটি কোটি টাকার রাজস্ব্য আদায় করে থাকে সরকার।
বিষয়টি স্থানিয় সরকার ইচ্ছা করলে অতি দ্রত এ রাস্তা সংস্কারের সুব্যাবস্থা করতে পারতো কিন্তু না, তাদের অলসতার কারনে এ দূর্ভেগ চরমে উঠেছে। এলাকাবাসি তাদের স্বপ্ন বার্স্তবায়ন করতে বাংলাদেশ সরকারের উদ্ধতন কতৃপর্ক্ষের হস্তক্ষেপ কামনা করেন।