রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গাইবান্ধা জেলার আয়োজনে সু-শাসনের জন্য রাজনৈতিক চুক্তি ও গাইবান্ধায় বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত সরকারি ত্রাণ বরাদ্দের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ৩১ জুলাই বুধবার সকালে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ্ শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা জাসদ সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, সেলেকুজ্জামান চৌধুরী রুবেল, পৌর প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, শ্রমিক জোটের সদস্য সচিব নুর মোহাম্মদ বাবু, পৌর জাসদের সাধারণ সম্পাদক মামুন রশিদ রুবেল, জাসদের নারী নেত্রী জুলেখা বেগম, দিলরুবা ইসলাম রিটন, জাসদ নেতা মিজানুর রহমান জুয়েল, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, ছাত্রলীগের রাকিব হাসান সীমান্ত, মাহামুদার রহমান লিটন প্রমুখ।