গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬০৬ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছেন র্যাব ও পুলিশ।
জানা গেছে, গতকাল ৩০ জুলাই মঙ্গলবার রাতে র্যাব-১৩ গাইবান্ধার সদস্যরা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কালিতলা বাজারে অভিযান চালিয়ে ১০৬ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করে।
এরা হলেন- বামনডাঙ্গার পাইটকাপাড়া গ্রামের ডাক্তার ইয়াকুব আলীর ছেলে কথিত সাংবাদিক মতিয়ার রহমান, সাতগীরি গ্রামের আলম বাদশার ছেলে কথিত সাংবাদিক উজ্জ্বল মিয়া, ও পার্শবর্তী পীরগাছা উপজেলার কিশামত ঝিনিয়া গ্রামের মৃত আলহাজ্ব সোনা উল্লাহর ছেলে সবুজ মিয়া।
অপরদিকে একই উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে শান্তিরাম গ্রামের মৃত আজিজল হকের ছেলে আব্দুর রহিমকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আব্দুস সোবহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ভাবে দুটি মামলা রুজু করা হয়েছে।
এদিকে স্থানীয় সাংবাদিকদের সহিত কথা বলে জানা যায় যে, গ্রেফতারকৃত কথিত সাংবাদিক মতিয়ার ও উজ্জ্বল তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিলোও তাদের নির্ধারিত কোন পত্র পত্রিকা নেই। কিছু দিন আগে মতিয়ার রহমান দৈনিক বাহের সংবাদসহ আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি হিসাবে কাজ করেছে।