ঢাকারবিবার , ২১ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে ইয়াবা’সহ তিন মাদক ব্যবসায়ি আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২১, ২০১৯ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।

থানা সুত্রে যানা জায়, রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া এর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানকালে উপজেলা পৌর ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া এলাকায় আব্দুল হক কেরানী বাড়ির সম্মুখে মাদক বিক্রয়কালে মো. ইব্রাহিম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করা হয়েছে।

আটক মো. ইব্রাহিম (৩৫) কেরোয়া এলাকার আব্দুল হক কেরানী বাড়ির মো. সহিদ উল্যাহ্ এর ছেলে।

উক্ত ঘটনায় রায়পুর থানার মামলা নং-১৮ (৭) ১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনি ১০ (ক) রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, রায়পুর থানার অফিসার এসআই মানিক চন্দ্র বড়ুয়া, এএসআই মো. সবুজ মিয়া, এএসআই সাখাওয়াত এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রায়পুর পৌর ৪ নং ওয়ার্ডের ওয়াফদা রোড গলির পথে জেনারেটর অফিসের মেশিন ঘরের সম্মুখে সজল পাল নামের এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা’সহ আটক করা হয়েছে।

আটক সজল পাল রায়পুর পৌর ৩নং ওয়ার্ড দেনায়েতপুর পাল বাড়ির বাদল পাল এর ছেলে। উক্ত ঘটনায় রায়পুর থানার মামলা নং-১৯ (৭) ১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনি ১০ (ক) রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, রায়পুর থানার অফিসার এসআই মানিক চন্দ্র বড়ুয়া, এএসআই মো. সবুজ মিয়া’সহ এএসআই আবুল কাশেম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সোনাপুর ৯নং ওয়ার্ডে পেট্রোল পাম্প’র পূর্ব পাশ থেকে রুমান প্রকাশ নোমান মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে ১০৫ পিস ইয়াবা টট্যাবলেট’সহ আটক করা হয়েছে।
আটক রুমান (নোমান মোল্লা) উপজেলার ৮নং চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর কাছিয়া মোল্লা বাড়ির মৃত: খোরশেদ মোল্লা’র ছেলে।

উক্ত ঘটনায় রায়পুর থানা মামলা নং-২০ (৭) ১৯, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনি ১০ (ক) রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Don`t copy text!