নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার (২৬ মে) পাটচাষী প্রশিক্ষনের নামে সরকারী টাকা অপচয় এবং লুটপাট করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নান্দাইল পাট অফিস থেকে ৭৫জন প্রকৃত পাটচাষীকে প্রশিক্ষন দেওয়ার বরাদ্দ পায়। স্থানীয় পাট কর্মকর্তা আতাউর রহমান অকৃষক এবং পাট চাষী নয় এধরনের ৭৫জন নামের তালিকা তৈরি করে প্রশিক্ষন শুরু করে। কিন্তু বাস্তবে তালিকাভূক্ত লোকজন অনুপস্থিত থাকার পরেও অন্য ব্যক্তিদের সুযোগ দিয়ে ভূয়া স্বাক্ষর গ্রহন করে। প্রশিক্ষণ উপকরণ নিম্মমানের ব্যাগ, ১০ টাকা মূল্যের খাতা ও ৫টাকা মূল্যের কলম সরবরাহ করা হয়। সকালের নাস্তা ও দুপুরের খাবার বরাদ্দ থাকলেও খুবই নিম্মমানের খাবার দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষণ উদ্ভোধন করে চলে যাবার পর হল রুম খালী হয়ে যায়। যেনতেন ভাবে দুপুর পর্যন্ত কিছু লোক ধরে রেখে প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করা হয়। স্থানীয় পাট কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, ব্যাগ হেড অফিস থেকে দেয়া হয়েছে। এছাড়া বরাদ্দ কম থাকায় খাবার মান তেমন উন্নত করতে পারিনি। তিনি বলেন, থাবারের জন্য ২৫০ টাকা ও প্রশিক্ষণ ভাতা ৫০০ টাকা বরাদ্দ ছিল। উল্লেখ্য, পাট কর্মকর্তা মোঃ আতাউর রহমান দীর্ঘদিন ধরে নান্দাইলে কর্মরত থাকায় প্রতি বছর এই প্রশিক্ষনের সময় নানা ধরনের জটিলতা তৈরি করে থাকেন। সরকারীভাবে পাটের চাষ বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও নান্দাইলে পাট চাষী বৃদ্ধি পাচ্ছে না বলে কৃষকেরা অভিযোগ করেছেন।