রতন মালাকার, সাপাহার নওগাঁ :
নওগাঁর সাপাহারে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যাবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ৩ দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জন সচেতনতা মূলক সভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা মৎস্য অফিসার শামীম আহমেদ, সার্ভেয়ার ইয়াকুব আলী, নাজির ফারুক হোসেন, ইউনিয়ন ভূমি সহকারি শামসুদ্দিন, আলমগীর হোসেন ও মাহবুর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সেবাগ্রহীতা, শিক্ষক, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
ভূমি মেলায় ডিজিটাল ভূমি সেবা, নামজারি, খতিয়ান অনলাইন প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর, মিসকেস নিষ্পত্তি, খতিয়ান যাচাইসহ নানা ধরনের আধুনিক ভূমি সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। পাশাপাশি, মেলাতে স্থাপিত স্টলগুলোতে সেবা নিতে ভিড় করেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত রাখতে প্রয়োজনীয় ভুমিকা রাখবে।