সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
মানবসেবা মানুষ মানুষের পাশে, কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়ালেই মিলবে প্রশান্তি, রবের সন্তুষ্টি এবং ঘুচাবে সমাজের দারিদ্র্য মানুষের দুঃখ-দুর্দশা। আর মানবসেবা রাসুল (সা.)-এর অন্যতম আদর্শ। এই আদর্শকে বুকে ধারণ করে গড়ে উঠেছে “কামরুল ফাউন্ডেশন” সমাজসেবা নামে কল্যাণমূলক একটি সংস্থা।
ফেনীর ছাগলনাইয়া শুভপুর ইউনিয়ন চম্পকনগর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পাশে দাঁড়িয়ে কামরুল ফাউন্ডেশন এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয় এ ফাউন্ডেশন বিগত কয়েক বছর ধরে নিজ ইউনিয়ন শুভপুর সহ উপজেলা ব্যাপী অসহায়, হতদরিদ্রদের আর্থিক সহযোগিতা সহ স্কুল, মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, পুল, কালভার্ট, রাস্তা ঘাট নির্মাণে রেখেছে বিশেষ অবদান।
তারই আলোকে গত বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১ টায় চম্পকনগর গ্রামের পশ্চিম মাথার সৈয়দ সওদাগর বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দিদার হোসেন ও ইমাম হোসেন এর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে কামরুল ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে আসে। ঐদিন রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নগদ অর্থ, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন। এছাড়াও ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সন্তানদের শিক্ষা সামগ্রীর দায়িত্বও নিয়েছেন কামরুল ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন ‘মানবতা জেগে উঠুক, বিবেকের তাড়নায়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এ ফাউন্ডেশন সূচনালগ্নেই মানুষের কল্যাণে ও সেবার ব্রত নিয়ে পথচলা। তিনি আরো জানান, এ ফাউন্ডেশন শিক্ষা নিয়েও কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সাইফুল ইসলাম ও শাহজাহান রাফি প্রমূখ। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে আসবাপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার-ধান-চালসহ প্রায় বিশ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।