ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় যুবদল নেতার শাস্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

প্রতিবেদক
majedur
মে ২৪, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শান্তুু ধর, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় যুবদল নেতা আনিস পাঠানের বিরুদ্ধে চাঁদাবাজি,মাদক সেবনকারী ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে মানববন্ধন করেছে গ্রামবাসী। শনিবার বিকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের আইনপুর গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোম কর্মসূচি হয়। এতে বক্তারা অবিলম্বে যুবদল নেতা আনিস পাঠানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধনে আইনপুর গ্রামের শতশত নারী-পুরুষরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, য্বুদল নেতা আনিস পাঠান এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি,মাদকসেবী ও নিরীহ মানুষের উপর অত্যাচার এবং অসামাজিক কার্যকলাপ করে আসছে। কিছুদিন পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল নেতা আনিস পাঠান তার দলবল নিয়ে এলাকার নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা চালায়। তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাঈদ মোহাম্মদ সাদ্দাম, আর্শ্বাদ পাঠান, মোজাম্মেল, মাসুদা বেগম, জাহাঙ্গীর আলম,জুয়েল পাঠান ও শাহজালাল প্রমুখ।

ছবি: কচুয়ার আইনপুর গ্রামে যুবদল নেতা আনিস পাঠানের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন।

Don`t copy text!