নিজস্ব প্রতিবেদক,
গ্রুপ অব কোম্পানিজ মর্যাদাপূর্ণ ৮ম গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ডে “বছরের সেরা সুগন্ধি” পুরস্কার অর্জন করেছে আল-হারামাইন কোম্পানি। দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এক জমকালো আয়োজনে, বিশ্বব্যাপী সুগন্ধি শিল্পে আল হারামাইনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কোম্পানির চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির (নাসির গ্রুপের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ এশিয়ার খ্যাতনামা বিজনেস আইকন) এর হাতে এই পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী ও রাজপরিবারের সদস্য মহামান্য শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান।
আল হারামাইন পারফিউমস দীর্ঘদিন ধরে গালফ ও আন্তর্জাতিক বাজারে পারফিউম শিল্পে উদ্ভাবনীতা ও মানসম্পন্ন পণ্যের জন্য পরিচিত। এই সম্মাননা তাদের বিশ্ববাজারে অবস্থানকে আরও সুন্দর ও সুদৃঢ় সুনাম অর্জন করলো।