সুভাস দাস,পটুয়াখালী জেলা প্রতিনিধি।
কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসার, পটুয়াখালী সদর এর প্রহসনমূলক বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ মে বুধবার বেলা ১১ :৩০মিনিটের সময় পটুয়াখালী ডিসি অফিসের সামনে ,সদর উপজেলার সাধারণ কৃষক ও কৃষাণীদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণী গন।
এ মানববন্ধনে শত শত কৃষক এবং কৃষাণী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা একই দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসক এর নিকট স্মারক লিপি প্রদান করেন।