মোঃ শান্ত খান ঢাকা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে সাভারে বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে অবস্থান ছিল ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।
আজ মঙ্গলবার (৬ মে) ভোর থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নেন সাভারে বিএনপি’র নেতাকর্মীরা।
খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর এলাকায় সাভারে বিএনপি’র কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম। দলের শীর্ষ নেত্রীর আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, এতে নেতাকর্মীরা অনেক খুশি। হাসিনা তাকে দীর্ঘদিন ধরে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল। তিনি এই দেশের আপসহীন নেত্রী। কোন অন্যায়ের কাছে তিনি কখনো আপোস করেননি। সাভারের সকল স্তরের বিএনপির নেতাকর্মীরা আজকে দেশনেত্রীকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছি।
তিনি বলেন, “আমার নেতাকর্মীরা সকাল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি। বাংলাদেশ এবং খালেদা জিয়া এই দুইটি নাম একে অপরের পরিপূরক। খালেদা জিয়ার তার জীবন এই দেশের মানুষ জন্য উৎসর্গ করে দিয়েছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ চার মাস পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া।