ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম শুভ জন্মদিন ঈশান ধর

প্রতিবেদক
majedur
এপ্রিল ৩০, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

কচুয়া প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া উপজেলার সকল জাতীয় ও স্থানীয় পত্রিকার একমাত্র এজেন্সি শ্যামল কান্তি ধরের একমাত্র পুত্র সাংবাদিক শান্তু ধরের দ্বিতীয় পুত্র সন্তানের গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আনন্দঘন ও আলৌক সজ্জায় সাজিয়ে উৎসবমূখর পরিবেশে ঈশান ধরের প্রথমতম শুভ জন্মদিন পালিত হয়েছে । এদিকে ঈশান ধরের বাবা জাতীয় দৈনিক যায় যায় দিন,স্থানীয় দৈনিক সুদীপ্ত অনলাইন পত্রিকা দৈনিক বাংলার অধিকার এর কচুয়া উপজেলা স্টাফ রিপোর্ট,তার মা পুনম ধর নিশু গৃহীনি।এসময় উপস্থিত ছিলেন,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দারসহ সকল সাংবাদিকবৃন্দরা এছাড়াও নিশানের দাদু শ্যামল কান্তি ধর,মানিক লোধ,দিদা দিপা লোধ, মালতী ধর,ঝরনা ধর,রমা ধর, প্রতিমা ধর।বড় পিসিমনি-কাকলী পাল,প্রিয়াঙ্কা সরকার,জুমা দে, মাসিমনি প্রিয়া লোধ,
জেঠু-অর্জুন ধর, জোটন ধর,নয়ন ধর,গৌতম ধর, টিটু ধর,কাকা- রতন ধর,রিদয় ধর, জয় ধর। জেডিমা-সুমি ধর,পূর্ণি ধর,রিংকু ধর।তাছাড়া আরো উপস্থিত ছিলেন,ঈশান ধরের বড় দাদা নিশান ধর, পিয়াল ধর,প্রলয় ধর, পিয়াস ধর, আউষ ধর,বড় বোন রুপা পাল,রাতু দে,অর্পা পাল,প্রিয়া দে,পৃর্থা সরকার,পূজা পাল নন্দিনী ধর,ওমা ধর প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সন্তানের মঙ্গল ও সৎ সাহসীক উজ্জ্বল ভবিষ্যত প্রজন্মের জন্য সকলের কাছে আর্শীবাদ কামনা করেছেন তার পরিবার।

ছবিঃ সাংবাদিক শান্তু ধরের দ্বিতীয় পুত্র ঈশান ধরের প্রথমতম শুভ জন্মদিনে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে পরিবারের সকলকের উপস্থিতে কেক কাটার একাংশ।

Don`t copy text!