ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ছিনতাইকারীর ৭ সদস্য আটক

প্রতিবেদক
majedur
এপ্রিল ২৯, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাই,চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে অনলাইন ব্যবসার আড়ালে নগদ টাকা ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। এ চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে জানায় পুলিশ। গত সোমাবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড নিবাসী মকিমাবাদ গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী নাছিমা বেগম (৪০) মিরসরাই থানায় ৮ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। মামলায় আটককৃত আসামিরা হলেন মো. ওয়াছি আলম শান্ত (১৯), মো. সবুজ (২০), মো. আরিফুল ইসলাম (১৯), মো. সোহেল রানা (২০), মো. রিয়াজ হোসেন (১৯), তারিকুল ইসলাম রিফাত (১৯), মো. হৃদয় (১৯)।
পুলিশ সূত্রে জানা যায় , আসামিদের বিরুদ্ধে গত সোমবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে মিরসরাই থানাধীন মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার ওপর পরস্পর যোগসাজশে সহায়তা করে অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতা টাকা নিয়ে আসলে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অপরাধে এজাহার দায়ের করেন বাদী । ওই ঘটনার প্রেক্ষিতে দ্রুত বিচার আইনে মামলা রুজু করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ, আতিকুর রহমান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করেন। মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Don`t copy text!