অনলাইন ডেস্ক রিপোর্ট,
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উত্তর আলগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কমলাপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ নাছির বেপারী।
২৮ এপ্রিল রবিবার বিকালে কমলাপুর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীকে চাচার বিরুদ্ধে মারধরের অভিযোগে প্রতিবাদ বক্তব্য দিয়েছেন তার আপন চাচা নাসির উদ্দিন বেপারী। তিনি তার বক্তব্যে জানিয়েছেন এই ঘটনাটি একটি পূর্বপরিকল্পিত সাজানো। আমার ভাতিজা হাসিবুল হাসান লোকবল নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমার মোটরসাইকেল ভাঙচুর করেও আমার বিরদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হন। এসময় তিনি আরো জানান, আমি মাদ্রাসা থেকে বাড়িতে ঢুকার পথেই আমার ভাতিজা হাসিবুল হাসান এর নেতৃত্বে প্রায় ১০-১২ জন মিলে আমার উপর হামলা চালায়। পরে আমি অজ্ঞান হলে আমাকে উদ্ধার করে আমার পরিবার হাইমরচ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ-ই ঘটনায় মিজানুর রহমান বেপারী ও হাসিবুল হাসানের বিরদ্ধে হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নাসির বেপারী।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সুমন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।