সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের কাজী বাড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
মামলা সূত্রে জানাযায় শুভপুর ইউনিয়নের কাজী বাড়িতে কাজী নুর মোহাম্মদের পুত্র কাজী গোলাম মোহাম্মদের সঙ্গে অপর পুত্র কাজী গোলাম ছরওয়ার ফটিক গংদের বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে। বিরোধীয় জায়গায় কিছুদিন পূর্বে কাজী গোলাম ছরওয়ার ফটিক ঘর নির্মাণ কাজ শুরু করেন। এতে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
নিজের মালিকীয় দখলীয় পৈতৃক ও খরিদা জায়গা রক্ষা করার জন্য কাজী গোলাম মোহাম্মদ বাদী হয়ে আদালতে একটি মিস মামলা নং-৩৩৪/২০২৫ দায়ের করলে আদালত বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা জারি করে।বিবাদী কাজী গোলাম ছরওয়ার ফটিক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখেন।
এ ব্যাপারে জানতে চাইলে কাজী গোলাম ছরওয়ার ফটিক বলেন, আমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিনি। নোটিশ পাওয়ার পর থেকে আমি নির্মাণ কাজ বন্ধ রেখেছি।
ছাগলনাইয়া থানার এএসআই বাবুল চন্দ্র রায় বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি আমি নোটিশের মাধ্যমে জানিয়েছি। বাদী আমাকে জানানোর পর আমি মোবাইল ফোনে বিবাদীকে কাজ করতে নিষেধ করেছি। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।
বাদীর পুত্র কাজী আসিফ মাহমুদের অভিযোগ, বিবাদী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। বাদী পক্ষের আমিন মহসিন পাটোয়ারী বলেন, আমরা উভয় পক্ষের আমিন বিরোধীয় জায়গা দুইদিন ব্যাপী পরিমাপ করেছি। পরবর্তীতে আরো একদিন কাজ করে পুরো জায়গা বাদী ও বিবাদীদের মধ্যে বন্টন করে রেজিষ্ট্রি করার কথা ছিল। রহস্যজনক কারনে কাজ শেষ করার আগেই বিবাদীগণ বিরোধীয় জায়গায় ভবন নির্মাণ কাজ শুরু করেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।