ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরের মিঠাপুকুরে নকল সরবরাহের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাটু ভেঙ্গে দেয়ার হুমকি

প্রতিবেদক
majedur
এপ্রিল ২২, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের যোগসাজশে নকল সরবরাহ করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হাটু ভেঙ্গে পঙ্গু করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় দৈনিক আমাদের সময় ও ডেইলি ক্যাম্পাস পত্রিকার রংপুর প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামকে মুঠোফোনে হাটু ভেঙ্গে পঙ্গু করে দেয়ার হুমকি প্রদান করে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম।এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে “চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা এসএসসি পরীক্ষা কেন্দ্রে’ শিরোনামে দৈনিক আমাদের সময় ও ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি সংবাদ প্রচারিত হয়। সংবাদটিতে চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত,রসায়ন,পদার্থ ও জীব বিজ্ঞানসহ ছয়টি বিষয়ের প্রতিপত্রে ৫০০ থেকে ১০০০ টাকার চুক্তিতে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলমের যোগসাজশে ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী হায়দার,অলি,রায়হান,সোহাগী ও শিক্ষক মুসাকে দিয়ে প্রতি রুমে উত্তরপত্র সরবরাহ করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
এদিকে সংবাদ প্রচারের পরেই গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রসচিব অধ্যক্ষ মাহেদুল আলম মুঠোফোনে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে হাটু ভেঙ্গে দেয়ার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়াও এই রিপোর্টের জন্য সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়ার হুমকি প্রদান করে।হুমকি দেয়ার ঘটনায় একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পরে এনিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।এঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।এবিষয়ে রিপোর্টাস ক্লাব, রংপুরের সভাপতি ও একাত্তর টিভির রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ বলেন, সংবাদ প্রকাশের জেরে অধ্যক্ষ মাহেদুল আলম “দৈনিক আমাদের সময়” এর রংপুর প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাব রংপুরের কার্যকরী কমিটির সদস্য খন্দকার রাকিবুল ইসলামকে পঙ্গু করে দেয়ার হুমকি দিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবিষয়ে প্রশাসন অতিদ্রুত তদন্ত করে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং অধ্যক্ষ এর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলমান থাকবে।ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অর্থের বিনিময়ে নকল সরবরাহের প্রতিবেদন করেছিলাম। কিন্তু আমাকে যেভাবে হুমকি প্রদান করা হলো এটি কোন শিক্ষকের আচরণ হতে পারে না। শিষ্ঠাচার বহির্ভুত আচরণ ও আমাকে আক্রমণের হুমকি প্রদান করার জন্য এবং অর্থের বিনিময়ে নকল বাণিজ্য করার জন্য অতিদ্রুত তদন্ত করে এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এই হুমকি বাকস্বাধীনতা ও সংবাদপত্রের কন্ঠরুদ্ধ করার অপচেষ্টা। স্বৈরাচার আমলে আওয়ামী কোটায় নিয়োগকৃত এই অধ্যক্ষের অপসারণ দাবি করছি সরকারের কাছে।এবিষয়ে রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার সরকার মাজহারুল মান্নান বলেন, পরীক্ষায় নকল সরবরাহের খবর পরিবেশন করায় সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিবকে অধ্যক্ষ মাহিদুল আলম কর্তৃক হাটু ভেংগে দেয়ার হুমকি দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হুমকিদাতা অধ্যক্ষের অপসারণ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাই।অভিযুক্ত অধ্যক্ষ মাহেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাংবাদিক রাকিবুল ইসলাম আমার পাশের গ্রামের বাসিন্দা। আমার পরিচিত মানুষ। একারণে তাকে এভাবে বলেছি। তবে, তার প্রতি আমার কোন ক্ষোভ নেই।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন বলেন, এঘটনায় কেউ এ পর্যন্ত কোন অভিযোগ দেয়নি।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!