সনজিত কুমার শীল
আরব আমিরাত।
প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালিয়ানার পরিপূর্ণতা প্রকাশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকেন।
বর্ষবরণ কে ঘিরে নানান আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসী সনাতনী ভক্তবৃন্দ ও পরিবার বর্গের উদ্যোগে মোছাফ্ফা কর্নেশ পার্কে গত ১৯ শে এপ্রিল ২০২৫ সন্ধ্যায় বর্ষবরণ ১৪৩২ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী গান, দেশাত্মবোধক গান, নৃত্য, বাচ্চাদের খেলাধুলা, বড় মহিলাদের বালিশ খেলা আরো ছিল ইলিশের আপ্যায়ন। প্রবাসে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে সকলে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আবুধাবির বিভিন্ন এলাকা ছাড়াও আল আইন, শারজা আল দাইদ,ফুজিরা, দুবাই,রাস আল খাইমাহ,আজমান সহ বিভিন্ন প্রদেশের সনাতনী পরিবারবর্গ উপস্থিত ছিলেন। প্রবাস জীবনে আবুধাবিতে এমন একটি আয়োজন প্রবাসীরা নিজেদের মধ্যে দেশের সংস্কৃতি সৌন্দর্য ভাগাভাগি করে নেন। এই আয়োজন বাংলাদেশীদের মাঝে দেশপ্রেম ঐতিহ্য ও সংস্কৃতি বন্ধন আরো দৃঢ় করে তুলবে বলে মনে করেন আবুধাবিতে বৈশাখ উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান রাতের ডিনার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।