ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষ, বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদক
admin
এপ্রিল ২০, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

আমিরাত প্রতিনিধি,

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ফিরে গেল নববর্ষের
বাংলাদেশে। আবুধাবি শেখ জায়েদ বাংলাদেশ ইসলামি স্কুলের প্রাঙ্গণে বর্ষবরন উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উৎসবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ ও তার সহধর্মিণীশুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।  


বাংলা বর্ষ বরন অনুষ্ঠানে দেশীয় পোশাকে সজ্জিত নারী-পুরুষ, শিশু সহ সকলেই অংশ গ্রহণ করেন বিভিন্ন আয়োজনে। মেলায় ছিল ১৬টি রকমারি পণ্যের স্টল, যেখানে পাওয়া যায় পান্তা-ইলিশ, চিতই পিঠা, নকশি পিঠা, সিঙ্গারা, সমুচা,ভাপা পিঠা, ঝালমুড়ি, জিলাপি, রসমালাইসহ নানা রকম সুস্বাদু বাঙালিদের খাবার।  

সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় একক ও সমবেত গান, কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য এবং শিশু-কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা। অংশগ্রহণ করেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী শিশু-কিশোর, বাংলাদেশি কমিউনিটির নেতা, চিকিৎসক, ব্যবসায়ী ও পেশাজীবীরা।  

প্রবাসজীবনের সুখ দুঃখ ভুলিয়ে আবুধাবিতে এমন একটি আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে দেশীয় সংস্কৃতির সৌন্দর্য ভাগাভাগি করে নেন। এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেশপ্রেম, ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করে তোলে বলে মনে করেন আয়োজকেরা এসময় উপস্থিত ছিলেন আমিরাতে গণমাধ্যম কর্মীরা।

Don`t copy text!