মোঃ হোসেন গাজী।।
বিএনপির প্রবাসীকল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে কেউ যাতে অপপ্রচার চালাতে না পারে সেদিকে বিএনপির নেতাকর্মীরা খেয়াল রাখবেন এবং জনগনকে খেয়াল রাখতে বলবেন।
শনিবার ১৯ এপ্রিল বিকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বহরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি সম্প্রতি একটি ঘটনার উদাহারন টেনে বলেন, সম্পত্তির বিরোদের জেরে কে বা কাহারা হাইমচর উপজেলা আওয়ামীলীগের এক নেতার দোকান ভাংচুরের ঘটনায় বিএনপি এবং আমার নাম উল্লেখ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদান করে অথচ আমরা কেহই এবিষয়ে অবগত নই।
এসময় তিনি আরো বলেন, তারেক রহমান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তাই তারেক রহমানের সকল সৈনিকরাও এরকম পরিচ্চন্ন রাজনীতিবিদ হতে হবে। আমাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া যাকো নমিনেশন দেয় আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়বো। আমরা দলের কাজ করবো এবং জনগণের কাজ করব।
তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের উধৃতি টেনে বলেন, নির্বাচন ডিসেম্বরে মধ্যে দিতে হবে। নির্বাচন ডিসেম্বরে মধ্যে দিতে হলে বাংলাদেশের এত বড় দলের জনপ্রিয়তা এই মুহূর্তে ৭৫ শতাংশ ঐ দলের কথা না শুনে উপায় আছে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হামিদ মাষ্টার। সম্মেলন উদ্বোধন করেন চাদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, কোষাধ্যক্ষ আঃ কাদের খান, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালি।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদ বেপারীর সঞ্চালনায় সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আখতার হোসেন সাগর সদস্য পারভেজ করিম বাবু পাটোয়ারী, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান ভুইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরু পাটোয়ারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়েজ বেপারী সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন হোসেন সাধারণ সম্পাদক তানভীর রাসেলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এছাড়াও সম্মেলনে জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য মোঃ বেলায়েত হোসেন মাঝি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলসহ সদর উপজেলা বিএনপি ও লক্ষ্মীপুর ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন কার্যক্রম সুচনা করা হয়। এরপর আগত অতিথিদের লক্ষীপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে দ্বিতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের দলীয় সংগীত সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্মেলন শেষ হলে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি’র পুনরায় সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ শহিদ বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গফুর বেপারী অটনিক সম্পাদক মোঃ আদম মিয়া এবং নাসির আহমেদ কে সদস্য থেকে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।