ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকা কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত, আহত ৮

প্রতিবেদক
majedur
এপ্রিল ৮, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুলইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নুরুল আমিন (৬৫) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন।এ ঘটনায় উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়ক এলাকার খোরশেদ দপাদরের বাড়ির দরজায় চৌধুরীর চা দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নিয়ে নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মো. মামুন (২৫), মো. ফিরোজ (১৮) ও মেয়ে আছমা আক্তার (২৭) অপর পক্ষের জামাল হোসেন, কামাল, সেলিম ও মাসুদ। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  নিহত নুরুল আমিনের ছেলে মামুনের কাছে চৌধুরী দোকানের ১৯৭ টাকা পায়। এ নিয়ে গত রোববার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় মামুন চৌধুরীর ক্যাশবাক্সে থাপ্পড় দেয়। ওই দিন আলমগীর, মাসুদ ও জামাল দোকানদার চৌধুরীর পক্ষ হয়ে মামুনকে হুমকি ধমকি দেয়। এ বিষয়টি নিয়ে পরের দিন সোমবার রাতে  মানুনের ভাই বজলুর রহমান ভুলু, মামুন ও ফিরোজ চা খাওয়ার নাম করে ওই দোকানে যায়। ওই সময় আগের ঘটনাকে কেন্দ্র করে তদের মধ্যে তর্ক-বিতর্ক  বাধে। এক পর্যায়ের তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী নুরুল আমিন ঘটনাস্থলে এসে সবাইকে ছাড়াতে যায়। ওই সময় তিনি পড়ে গিয়ে আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত নুরুল আমিনের ভাই আলী হোসেন জানান, দোকানদার চৌধুরী তার ভাতিজা মামুনের কাছে তার দোকানের ১৯৭ টাকা পায়। ওই টাকার জন্য চৌধুরী তার ভাতিজাকে চাপ দেয়। পরে  ওই টাকা তিনি মিটিয়ে দেন। পরের দিন আগের ঘটনাকে কেন্দ্র করে চৌধুরীর লোকজন আমার ভাতিজাদের ওপর হামলা করে। ওই সময় আমার ভাই এগিয়ে আসলে তাকে হামলা করে তারা।

অপর দিকে প্রতিপক্ষ চৌধুরীর খালা রাশেদা বেগম বলেন, আমার বোনপুতের দোকান থেকে বাকি খায় মামুন। বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে মামুনের বাবা নুরুল আমিন ঘটনাস্থলে এসে স্ট্রোক করে। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Don`t copy text!