সেপাল নাথ:
ফেনীর দক্ষিণাঞ্চল বলতে লেমুয়া থেকে মিরসরাইয়ে বারইয়ারহাটের সীমান্ত শুরু পর্যন্ত ঢাকা- চট্রগ্রাম এশিয়া হাইওয়ে সড়ক কে বুঝায়। এই সড়কের নিরাপত্তা দিয়ে রাতদিন সমানতালে কাজ করে যাচ্ছেন ফাজিলপুর হাইওয়ে (মুহুরীগঞ্জ) থানা পুলিশ।
ইতিমধ্যে হাইওয়ে পুলিশের এই টিম অনেক সফল অভিযান পরিচালনা করেছেন। অস্ত্রসহ ৫ জন ডাকাত ধরে ফেনীর এই অংশে চুরি ডাকাতি আতংক কমিয়েছে। এর কিছুদিন আগে চট্রগ্রামে ছিনতাই হওয়া মাইক্রো কার আধাঘন্টা মধ্যে উদ্ধার করা সহ ছোট বড় অনেক অভিযানে সফল হয়েছে ফাজিলপুর হাইওয়ে পুলিশ টিম।
মহাসড়কে চালক পথচারী, যাত্রীদের সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধিনিষেধ মানাতে সারাক্ষণ মাঠে দেখা যাচ্ছে ফাজিলপুর হাইওয়ে পুলিশ থানার চৌকস সদস্যরা।
ফাজিলপুর হাইওয়ে (মুহুরীগঞ্জ) থানার চৌকস অফিসার ইনচার্জ মো.জাকারিয়া ও তার সঙ্গীয় ফোর্স সব সময় রাস্তা রয়েছে মানুষের সেবায়৷
পবিত্র ঈদুল ফিতরে যাতে মানুষ কোন প্রকার হয়রানি না হয় সে দিকে বিচক্ষণতার সাথে নজর রেখেছেন হাইওয়ে পুলিশ। বন্ধুসুলভ আচরণে সেবা প্রদান করে যাচ্ছেন এবং সেবা নিয়ে খুশি অনেকে।
ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়া বলেন, ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ী ফিরবে। আমরা ২৪ ঘন্টা সড়কে নজর রেখেছি। কোন প্রকার চুরি ডাকাতি বা ছিনতাই হওয়ার সুযোগ নেই। ছোট ছোট বিট পুলিশিং তৈরি করে আমরা গুরুত্বপূর্ণ স্থান সমূহ নজর রাখছি। ইনশাআল্লাহ মানুষ নিরাপদে থাকবে।