নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ঐহিত্যবাহী নান্দাইল প্রেসক্লাব ও নান্দাইল সাংবাদিক সমিতির আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সমাজ সেবক জাকির হোসেন ভূইঁয়া, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি আব্দুল হান্নান আল আজাদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু হানিফ সরকার, মঞ্জুরুল হক মঞ্জু, প্রেসক্লাবের জমিদাতা সদস্য শিক্ষক নেতা আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক মোখলেছুর রহমান, কিশোরগঞ্জের সাংবাদিক খায়রুল ইসলাম, তাড়াইলের সাংবাদিক সাদেকুর রহমান রতন সহ প্রমুখ।