সেপাল নাথ:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ ইসরাফিল’র বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুর ২টায় মাদ্রাসা মাঠে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন, ভুক্তভোগী সহকারী অধ্যাপক আবু আহাম্মদ জামালুদ্দীন, স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম মজুমদার, মাস্টার মো. উল্যাহ, অভিভাবক রেজাউল করিম, প্রাক্তন ছাত্র এডভোকেট নুরুল ইসলাম জামিল, মো. ওমর ফারুক ও আবদুস সালাম খোকন।
বক্তাগণ বলেন, শিক্ষকদের প্রতি জুলুম ও নিয়োগ বানিজ্যসহ বহু অভিযোগ রয়েছে মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ ইসরাফিলের বিরুদ্ধে। রহস্যজনক কারনে পুনরায় এডহক কমিটিতে তার নাম প্রস্তাব করা হয়েছে। আমরা এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এব্যাপারে ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, অধ্যক্ষ অবসরে গেলে নিয়ম অনুযায়ী উপাধ্যক্ষ না থাকলে জ্যেষ্ঠতম ব্যক্তি অধ্যক্ষের দায়িত্বে আসবেন। এ ক্ষেত্রে জ্যেষ্ঠতম ব্যক্তি আবু আহাম্মদ জামালুদ্দীনকে দায়িত্ব না দিয়ে নিজাম উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে যা নিয়মসিদ্ধ হয় নাই।
অপরদিকে অধ্যক্ষকে ২বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে গভর্নিং বডি অথচ গভর্নিং বডির চুক্তিভিত্তিক নিয়োগের কোন ক্ষমতা নাই।
এ ব্যাপারে শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি মো. ইসরাফিল তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।